ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণ
১। জেলা নির্বাচন অফিসার, পিরোজপুর।এর তফসীল মোতাবেক ছবি সহ ভোটার তালিকা প্রণয়নের জন্য ভোটারদের তথ্য সংগ্রহের জন্য নিয়োগকৃত তথ্যসংগ্রহারীগণ তথ্যসংগ্রহ করে ভোটারদের নিবন্ধনের জন্য ভোটর নিবন্ধন ২নং ফরম পুরণ করে ভোটার স্লিপ বিতরণ করেন। নিবন্ধনের তারিখে ভোটারগণ নিবন্ধিত হন। উক্ত ডাটা বেইস জেলা নির্বাচন অফিস, কুমিল্লা ও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
২। মৃত্য জনিত কারণে ভোটারদের সংশ্লিষ্ট ভোটার এলাকা হতে তাঁদের নাম কর্তণ করা।
৩। ভোটারদের স্থানান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা ।
জেলা নির্বাচন অফিস, কুমিল্লা হতে প্রাপ্ত ভোটারদের জাতীয় পরিচয় পত্র বিতণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কার্যক্রমঃ
১। বর্ণিত তফসীল মোতাবেক জেলা নির্বাচন অফিস, কুমিল্লা হতে মনোনয়ন পত্র ও নির্বাচনী নির্দেশিকা ও বিভিন্ন ফরম সংগ্রহ করে রিটার্ণিং অফিসারদের মাঝে বিতরণ করা ।
২। জেলা নির্বাচন অফিস, কুমিল্লা হতে বিভিন্ন নির্বাচনের জন্য ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে রিটার্ণিং অফিসার ওি প্রিজাইডিং অফিসারদের মাঝে বিতরণের কার্যক্রম গ্রহণ করা ।
৩। ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রণয়ণ করা ও তাদের নির্বাচনী প্রশিক্ষণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা।
৪। স্বচ্ছ ব্যালট বাক্স, লিড বা ঢাকনা বিতরণ করা ।
৫। নির্বাচনী ফলাফল একীভুত করে জেলা নির্বাচন অফিস, কুমিল্লায় প্রেরন করা
৬। নির্বাচনী ফলাফল ইন্ট্রানেটের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা
৭। নির্বাচন কমিশন সচিবালয় ও জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা ।
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ প্রকল্প (শ্রীঘ্রই শুরু হবে)
সিটিজেন চার্টার :
ক্র: নং | সেবার ধরণ | সেবা পাওয়ার পদ্ধতি | নির্ধারিত ফি | সময় |
০১ | ০২ | ০৩ | ০৪ | ০৫ |
ভোটার তালিকা সংক্রান্ত : |
| |||
১. | ভোটার তালিকা প্রদর্শন | ১০/- টাকার কোর্ট ফিসহ সাদা কাগজে উপজেলা নির্বাচন অফিসার, নাজিরপুর, পিরোজপুর বরাবর আবেদন | ৫০/-
| ১ দিন |
২. | ভোটার তালিকার সার্টিফাইড কপি | ১০/- টাকার কোর্ট ফিসহ সাদা কাগজে উপজেলা নির্বাচন অফিসার, নাজিরপুর, পিরোজপুর বরাবর আবেদন | A4 সাইজের প্রতি পৃষ্ঠা ১০০/- | ৭ দিন |
৩. | ভোটার তালিকার সিডি প্রাপ্তি | সাদা কাগজে আবেদন | প্রতি ভোটার এলাকার সিডি ৫০০/- | ২ দিন |
নির্বাচন সংক্রান্ত : |
| |||
৪. | বিভিন্ন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ | নির্বাচনের জামানত প্রদানের প্রমানসহ আবেদন | নাই | ১ দিন |
৫. | বিভিন্ন নির্বাচনে প্রার্থী কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্রে প্রদত্ত তথ্য সংক্রান্ত | ১০/- টাকার কোর্ট ফিসহ সাদা কাগজে উপজেলা নির্বাচন অফিসার, নাজিরপুর, পিরোজপুর বরাবর আবেদন | ১০০/- | ৭ দিন |
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত : |
| |||
৯. | জাতীয় পরিচয়পত্র বিতরণ | ভোটার স্লিপসহ আবেদন | -- | ২ দিন |
১০. | জাতীয় পরিচয়পত্র সংশোধন | উপযুক্ত প্রমানপত্রসহ আবেদন | প্রবিধির নিয়ম অনুযায়ী | প্রবিধির নিয়ম অনুযায়ী |
১১. | জাতীয় পরিচয়পত্র প্রতিস্থাপন | হারানো গেছে মর্মে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী সহ আবেদন | প্রবিধির নিয়ম অনুযায়ী | প্রবিধির নিয়ম অনুযায়ী |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS